তৃনমুল কংগ্রেসের সভায় মন্ত্রী বাবুল সুপ্রিয়, আক্রমণ কেন্দ্র সরকারকে
বেঙ্গল মিরর, বারাবনি, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সোমবার বিকেলে আসানসোলের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা হয় বারাবনির পানুড়িয়া আমবাগান হাসপাতাল ময়দানে। এদিন সভায় শত্রুঘ্ন সিনহার সমর্থনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।এছাড়া ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ।
এদিন নির্বাচনী প্রস্তুতি সভা থেকে আগামী ১০ মার্চ কলকাতার বিগ্রেডে জনগর্জন সভায় যাওয়ার জন্য বারাবনির মানুষকে আহ্বান জানানো হয়।
সভায় কেন্দ্রের বিজেপি সরকারের কাজের প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, তিন হাজার কোটি টাকায় বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি হয়েছে বিজেপি সরকারের আমলে। তাতে আপনার দৈনন্দিন জীবনের কি কোন পরিবর্তন হয়েছে ? বেকার যুবকদের কাজের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদি তা রাখতে পারেননি। সেই নরেন্দ্র মোদি যখন বলেন, ৪২ টা আসনের মধ্যে ৪২ টা পেতে হবে এই রাজ্যে। তখন আপনারা ভাববেন না, এর আগেই যারা তার দলের সাংসদ ছিলেন তাদের অনেককেই এবারে সরিয়ে দেওয়া হয়েছে। আর তাদেরকে এবারের ভোটে টিকিট দেওয়া হয় নি। অর্থাৎ তারা কাজ করেননি।
উল্টো দিক থেকে ভাবুন আপনাদের প্রত্যেকের ঘরে লক্ষী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী ,
ও ঐক্যশ্রীর মতো কত প্রকল্প মুখ্যমন্ত্রী তথা দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। তাই আগামী ১০ মার্চ আপনাদের বেশি মাত্রায় বিগ্রেডে যাওয়ার প্রয়োজন। কেননা বাংলা এবং বাঙালির বিরুদ্ধে বিজেপি প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করে।
বাবুল সুপ্রিয় আরো বলেন, বিজেপির প্রথম তালিকায় থাকা আসানসোলে প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সরে দাঁড়ালেন। বোঝাই ঐ দলের কি অবস্থা। কেন্দ্রয সরকারের কাছে রাজ্যের বিভিন্ন প্রকল্পের বকেয়া কোটি টাকা চেয়ে চিঠি থেকে বারবার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে কেন্দ্র সরকার সেই টাকা দেয়নি। এই কথাগুলো আপনাদের বলতে গেলে কলকাতা যেতে হবে ও ঠিক জায়গায় ভোট দিতে হবে।