ASANSOL

আসানসোল বাজারের পার্কিং জোনের সৌন্দর্যায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল বাজারের পার্কিং জোনের সৌন্দর্যায়নের কাজ করবে পুরসভা। মঙ্গলবার মেয়র বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বাজার এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে সমাজসেবক বিনোদ গুপ্ত ও ওয়ার্ড সভাপতি মুকেশ শর্মার নেতৃত্বে মেয়র ও চেয়ারম্যানকে সম্মান জানানো হয়। ওইসময় উপস্থিত ছিলেন মহাবীর স্থান সেবা সমিতির সম্পাদক অরুণ শর্মা, রাজেন্দ্র প্রসাদ, বিমল জালান, উদয় ভার্মা, রাকেশ কেডিয়া, দিনেশ সিং, আনোয়ারুল হক, রাজু খান, ভূনেশ ভগত, মো. ইমতিয়াজ, লালন খান, দীপু প্রমুখ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন যে সুলভ টয়লেট থেকে মহাবীর স্থানের বিপরীতে অবস্থিত পার্কিং জোনে পেভার ব্লক বসিয়ে বাজারে সৌন্দর্যায়নের কাজ করা হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যে উন্নয়নের কাজ হচ্ছে। তৃণমূল সর্বদা মানুষের সাথে রয়েছে। শুধু ভোটের সময় বৃষ্টির ব্যাঙের মতো মানুষের পাশে আসে না।

Leave a Reply