ASANSOL

সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা কলকাতা হাইকোর্টের

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: সন্দেশখালি কান্ড এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের।
সন্দেশখালি কাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৫ জানুয়ারি শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে ইডির উপর হামলার ঘটনায় যে তিনটি এফআইআর হয়েছে, তার ভিত্তিতে তদন্ত করবে সিবিআই। এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। মঙ্গলবার বিকেলের মধ্যেই সিআইডি হেফাজতে থাকা শাহজাহানকে সিবআইয়ের হাতে তুলে দিতে হবে বলে আদালতে জানিয়েছে। ওই সংক্রান্ত সমস্ত তথ্য বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআই অফিসারদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য সরকার স্থগিতাদেশের আর্জি জানিয়েছিল। সেই আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)

Leave a Reply