ASANSOL

রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, প্রাকৃতিক সম্পদ বেসরকারিকরণ সহ একাধিক দাবি, আসানসোলে গণ কনভেনশনের আয়োজনে নয়টি সংগঠন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র সহ সমস্ত প্রাকৃতিক সম্পদ বেসরকারিকরণের নামে ব্যক্তিগত মালিকানা হাতে তুলে দেওয়া বিরোধিতা সহ একাধিক দাবিতে রবিবার আসানসোল বার অ্যাসোসিয়েশনে এক গণ কনভেনশনের আয়োজন করা হয়।


অধিকার ঠিকা শ্রমিক ইউনিয়ন, এআইসিসিটিউ, ইফটু, আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশন সহ নটি সংগঠনের আয়োজনে এই সভায় বক্তব্য রাখেন বাচ্চা সিং( ধানবাদ), বংশগোপাল চৌধুরী (সিটু),গুরুপ্রসাদ চক্রবর্তী ( এআইটিইউসি ),চন্ডী বন্দোপাধ্যায় ( আইএনটিইউসি),অমিতাভ ভট্টাচার্য ( এসডাবলুসিসি),সোমনাথ চট্টোপাধ্যায় ( এআইসিসিটিইউ), শ্রীনিবাসন( ইফটু), সুৃমন কল্যাণ মৌলিক ( আসানসোল সিভিল রাইটস), প্রদীপ রায় ( এনটিইউআই) প্রমুখ। সংগীত পরিবেশন করেন কানাইলাল কারফর্মা, উপেন্দর রাওয়াত সহ অন্যান্যরা। সব বক্তারাই বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *