আগুনে পুড়ে ভস্মিভূত হল কয়লা বোঝায় লরি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : দাউদাউ করে আগুন ধরে পুড়ে ভস্মিভূত হল দাঁড়িয়ে থাকা কয়লা বোঝায় লরি।
সোমবার অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি এলাকার শীতলপুর অঞ্চলে অবস্থিত পুলওয়ামা শহীদ স্মৃতিসৌধের কাছে দাড়িয়ে থাকা একটি ডিও জন্য বোঝাই করে রাখা কয়লার লরিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে ঘটা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন পুলিশ ও দমকল বিভাগকে এই ঘটনার খবর দেয়।




প্রথমে স্থানীয়রাই নিজেদের চেষ্টায় আগুন নেভানোর কাজে জুটে যায়।এরপরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষনে লরিটি পুড়ে ভস্মিভূত হয়ে যায় লরিটি। এই ঘটনায় সৌভাগ্য ক্রমে লরিটিতে সেই সময় কয়লা বোঝায় ছিল না,ঘটনায় চালক ও খালাসি আহত হয়, তাদের কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । স্থানীয়দের দাবি কয়লা বোঝায় লরি হলে আরও বড় ঘটনা ঘটতে পারতো । তবে দাঁড়িয়ে থাকা লরিটিতে কিভাবে আগুন লাগে ?এ বিষয়ে দমকল বিভাগ এই আগুন লাগার ঘটনা নিয়ে তদন্ত করতে শুরু করেছে।