PANDESWAR-ANDAL

জাতীয় সড়কে ডাম্পারে আগুন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : অন্ডালের শীতলপুর এর পর এবার অন্ডালের ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা ডাম্পারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো, কোনক্রমে ডাম্পারের ড্রাইভার, খালাসি ডাম্পার থেকে ঝাঁপিয়ে রক্ষা পেল এ যাত্রায়।ঘটনা প্রসঙ্গে জানা যায় অন্ডালের ১৯ নম্বর জাতীয় সড়কে এক  দশ চাকা ডাম্পারে ভয়াবহ আগুন লাগার ঘটনাটি ঘটে। সে সময়  ডাম্পারে থাকা দু’জন সদস্য বিষয়টি লক্ষ্য করে ডাম্পার থেকে ঝাঁপিয়ে কোনও রকমে প্রাণ বাঁচে।



বারংবার এ ধরনের আগুন লাগার ঘটনায়, স্বভাবতই ভাবিয়ে তুলছে সকলকে। লরির পর এবার ডাম্পারে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডাল এলাকায়। সোমবারই অন্ডালের শীতলপুরে দাঁড়িয়ে থাকা, গাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে। যদিও সে ক্ষেত্রে গাড়ির মধ্যে থাকা সদস্যরা স্টোভে রান্না করার সময়ই সেই দুর্ঘটনা ঘটে, মুহূর্তে সেখানে আগুন লেগে যায় পরে তা ছড়িয়ে পড়ে ওই লরির চারপাশে। এদিকে মঙ্গলবার ১৯ নম্বর জাতীয় সড়কে থাকা একটি দশ চাকা ডাম্পারে আগুন লেগে যায়। গাড়ির মধ্যে সে সময় দুইজন সদস্য ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন হঠাৎ করে ডাম্পারের কেবিনে আগুন ধরে যায়, কোন রকম ভাবে গাড়ি থেকে লাফ দিয়ে দুজনেই প্রাণ বাঁচান।
স্থানীয় মানুষজন বিষয়টি লক্ষ্য করে দ্রুত সহায়তার জন্য এগিয়ে আসেন।

পুলিশ প্রশাসন এই আগুন লাগার ঘটনার খবর পেয়ে, দমকল বিভাগ কে খবর দিলে, দমকল বিভাগ, ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছান অন্ডাল ট্রাফিক পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল বিভাগ দ্রুত  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।ডাম্পারের চালক জানান, দীর্ঘক্ষণ  গাড়ি চলার কারণে গাড়ির চাকা গরম ছিল। চাকা একটু ঠান্ডা করতেই জাতীয় সড়কের পাশে তিনি ডাম্পারটিকে দাঁড় করান। কিন্তু তারই মধ্যে হটাৎ করে গাড়ির ক্যাবিনে আগুন লেগে যায়। তিনি বলেই সম্ভবত কোনো শর্ট সার্কিট জেরেই এ ধরনের আগুন লাগার ঘটনা ঘটছে। এদিন আগুন লাগার ঘটনার পর মুহূর্তে পুড়ে  ভস্মিভূত হয়ে যায় ওই  ডাম্পারের ক্যাবিন।


দমকল বিভাগের পক্ষ থেকে  জানানো হয়েছে, চুরুলিয়ার থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল এরই মধ্যে ডাম্পারটিকে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড় করানো হয় । এমন সময় হঠাৎ আগুন লাগার ঘটনাটি ঘটলে হতচকিত হয়ে পড়ে সকলে। স্থানীয়রাও এই ঘটনা শর্ট সার্কিটের জেরে ঘটেছে বলে দাবি করেছেন। এখন দেখার তদন্তের পর কি তথ্য উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *