PANDESWAR-ANDAL

বিজেপি কর্মীর গুমটি দোকানে আগুন, অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী :   নির্বাচনের দিন ঘোষণা পর থেকেই শুরু হল অভিযোগের পালা। এবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এক বিজেপি কর্মীর গুমটির দোকানে আগুন লাগান লাগানোর। শনিবার রাত্রে এমনই বিষয় লক্ষ্য করা গেল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকায়।
শনিবার দিনই ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচনের সময় নির্ঘন্ট আর সেই ঘোষণা হতে না হতেই, পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীর গুমটি দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। বিজেপি মন্ডল ১ এর মহিলা মোর্চার সাধারণ সম্পাদক এই অগ্নিকাণ্ডের ঘটনায়  এরকমই অভিযোগ তুললেন।



ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার গভীর রাতে পাণ্ডবেশ্বরের ১৯ নম্বর বুথের জামাই পাড়ার, এবিপিট অঞ্চলে এক গুমটির দোকান দাউদাউ করে জ্বলতে দেখা যায় । ওই এলাকার বাসিন্দা বিজেপি কর্মী তথা পাণ্ডবেশ্বর মন্ডল ১ এর মহিলা মোর্চার সাধারণ সম্পাদক রিনা ঠাকুর ওই গুমটির দোকান চালাতেন বলে জানা যায়। তার দাবি তিনি ছয় মাস আগে বিজেপি সংগঠনে যোগদান করেন, এরপর থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে নানান হুমকি দেওয়া হচ্ছে,বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দেবার জন্য তাকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অভিযোগ এরূপ না করলে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে ও  তাকে প্রাণেও মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হত, বলে অভিযোগ বিজেপি মহিলা মোর্চার মন্ডলের  সাধারণ সম্পাদক রীনা ঠাকুরের ।

আর আজ সেই ঘটনা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ঘটালো বলেই মনে করছেন রিনা দেবী। শনিবার রাত্রে আকস্মিক ঘটা এই ঘটনায়  আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
শনিবার এ বিষয়ে  প্রশাসনের কাছে দাবী করা হয়েছে এলাকায়  সিসি  ক্যামেরা লাগানোর।
যদিও এই বিষয়ে  তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি যাত্রা করে নাটক করে মানুষের কাছে সহানুভূতি পাবার চেষ্টা করছে, সমস্তটাই একটা পরিকল্পিত নাটক বলে দাবি তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *