পশ্চিম বঙ্গ ডেকোরেটার্স সমন্বয় সমিতির রাজ্য কমিটির বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল : পশ্চিম বঙ্গ ডেকোরেটার্স সমন্বয় সমিতির রাজ্য কমিটির বৈঠক আজ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো। এই বৈঠকে সমিতির রাজ্য কমিটির সভাপতি মলয় বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তী , রাজ্য সম্পাদক সৌমেন চৌধুরী, বিমল চক্রবর্তী , উৎপল রায়চৌধুরী সহ ২০টি জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্যে ডেকোরেটর ব্যবসায়ীদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। আগামীকাল সমিতির পক্ষ থেকে রবীন্দ্রভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
দাবি ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারমধ্যে রয়েছে ডেকরেটরের মাল পত্র পরিবহনের ক্ষেত্রে পুলিশি সমস্যা। এছাড়াও সরকারি দপ্তরে প্যান্ডেলের কাজ সিভিল কন্ট্রাক্টর দিয়ে করানো, সরকারি দপ্তরে বকেয়া বিল মেটানো নিয়ে দীর্ঘসুত্রতা ও না মেটানো।করানো পরিস্থিতির পর পুঁজির অভাবে বন্ধ হয়ে বসা ডেকোরেটর ব্যবসায়ীদের সহজ ভাবে কম সুদে ব্যাংক ঋণ দেওয়ার ব্যবস্থা করা ও জিএসটির হার ডেকোরেটরদের ক্ষেত্রে ১৮ থেকে কমিয়ে ৫ শতাংশ হারে করার জন্য সরকারের কাছে আবেদন জানানো। এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।