ASANSOL

আসানসোলে ৫ দিনের ওড়িশি নৃত্যের কর্মশালা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ১৩ থেকে ১৭ মার্চ পাঁচদিন ব্যাপী আসানসোলের  অনুষ্ঠিত হল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না নৃত্যশিল্পী  রীনা জানার নেতৃত্বে এক ওড়িশি নৃত্যের কর্মশালা।
কর্মশালার শেষদিনে সংস্থার
কর্ণধার নীতা দাসের তরফে আয়োজন করা হয়েছিলো একটি শাস্ত্রীয় সংগীতের নৃত্য সন্ধ্যার।
বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের  কাউন্সিলর তথা মেয়র পারিষদ  মানস দাস, চণ্ডী চরণ বন্দোপাধ্যায় , পার্থ বন্দোপাধ্যায় , অনীক দাস, অর্ক মন্ডল ,দীনেশ সোনি , দেবব্রত ঘোষ প্রমুখ।


কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র – ছাত্রীরা মঙ্গলাচরণ , মিউজিক্যাল নৃত্য  প্রদর্শন করেন।
রীনা জানার ছাত্র – ছাত্রী সঞ্জয় সাউ, অনিষা মন্ডল ও শুভদীপা দে  তিনটি একক ওড়িশি নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয়।
সঞ্জয় সাউ  রীনা জানার পরামর্শ মতো আসানসোলের এই সংস্থায় ওড়িশি নৃত্যের প্রশিক্ষণ দেন।
এমন একটি মনোগ্রাহী শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যায় দর্শকরাও আপ্লুত হন।

Leave a Reply