ASANSOL

লোকসভা নির্বাচন : রাজনৈতিক দল ও সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আসানসোলের মহকুমাশাসক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* নির্বাচন কমিশন ইতিমধ্যেই দেশ জুড়ে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে। চতুর্থ দফায় আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন কমিশনের নির্দেশ মতো কাজ শুরু করেছে।বৃহস্পতিবার আসানসোলে মহকুমাশাসকের কার্যালয়ে কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থা যেমন সেল আইএসপি বা ইস্কো, রেল, ইসিএল, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ও আসানসোল পুরনিগমের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করা হয়। আসানসোলের মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে হওয়া এই বৈঠকে প্রশাসনের অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এই বৈঠকে মুলতঃ এমসিসি বা মডেল কোড অফ কনডাক্ট ( আদর্শ আচরণ বিধি), সুবিধা এ্যাপের ক্ষেত্রে মাঠ ও কমিউনিটি হলের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। প্রসঙ্গতঃ, ইতিমধ্যে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠক করেছেন। রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা কি করতে পারবেন ও পারবেন না।

Leave a Reply