ইসিএল কর্মীর আবাসনে আগুন, ভস্মীভূত বাইক, সাইকেল সহ আসবাবপত্র
বেঙ্গল মিরর, কুলটি ( আসানসোল), রাজা বন্দোপাধ্যায়ঃ ইসিএল কর্মী রামনারায়ণ রুইদাসের আবাসনের আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ি ৩ নম্বর দুর্গামন্দির সংলগ্ন ঐ ইসিএল কর্মীর আবাসনে শনিবার রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। ইসিএল কর্মীর পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাদের চেষ্টায় ইসিএল কর্মী আবাসনের আগুন নিয়ন্ত্রনে আসে। তবে সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িতে থাকা সমস্ত আসবাব পত্র। এই আগুনের হাত থেকে রেহাই পাননি মোটরবাইক ও সাইকেলও। সেগুলিও আসবাব পত্রের সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়।













তবে ঐ ইসিএল কর্মীর অভিযোগ ও দাবি, রাতের অন্ধকারে কেউ আগুন লাগিয়ে দিয়েছে তার আবাসেন। তারা যখন ঘুমিয়ে পড়েছিলেন, তখন কেউ বা কারা এই কান্ড ঘটিয়েছে। কারণ গত দুই বছর আগেও একইভাবে তার আবাসনে আগুন লাগার ঘটনা ঘটেছিলো। সেই রকমভাবে শনিবার রাতে এই আগুন লাগানো হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার পরেই রাতে কুলটি থানায় খবর দেওয়া হয়। তবে সঙ্গে সঙ্গে পুলিশ আসেনি বলে দাবি ঐ ইসিএল কর্মীর।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
- জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ, পানীয়জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, উত্তেজনা
- এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম, সর্বদলীয় বৈঠকে ডিএম
- Paschim Bardhaman SIR अब तक 86% फॉर्म वितरित
- Raniganj Accident : कार के उड़े परखच्चे, तीनों यात्री सुरक्षित
- চেপ্টে গেল চারচাকা, অল্পের জন্য প্রাণে রক্ষা

