ASANSOL

রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি নেই, রাজ্যপালের উপস্থিতিতে বুধবার কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ও কোর্ট মিটিং

বেঙ্গল মিরর, আসানসো, দেব ভট্টাচার্য, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি নেই। শুরু হয়েছে নতুন করে সংঘাত। তারই মধ্যে আজ বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন উৎসব হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং ডাকা হয়েছে বুধবারই। রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এরজন্য কোন অনুমোদন দেওয়া হয়নি। যদিও রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের এই অনুমোদন না এলেও বুধবার যে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব ও কোর্ট মিটিং হবে, তা মঙ্গলবারই পরিষ্কার হয়ে যায়। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়েছে। ছাত্র সংগঠনের তরফে বলা হয়েছে, তারা বুধবার বিশ্ববিদ্যালয়ে এর প্রতিবাদ জানাতে বিক্ষোভ দেখাবে।

বিশ্ববিদ্যালয়ের তরফে বুধবার চতুর্থ বার্ষিক সমাবর্তন উৎসব এবং কোর্ট বৈঠকের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সমাবর্তন উৎসবে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের তরফে গার্ড অফ অনারও দেওয়া হবে। সকাল ১০:৫৫ মিনিটে রাজ্যপালের আসার কথা।

বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, প্রথমে কোর্ট মিটিং হবে কোর্ট মেম্বারদের নিয়ে। সেই মিটিংয়ে পদাধিকারবলে আচার্য ও উপাচার্য উপস্থিত থাকবেন। এররপর হবে সমাবর্তন অনুষ্ঠান। দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ রাজ্যপাল বিশ্ববিদ্যালয় থেকে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাওয়ার কথা বলে জানা গেছে।এখন দেখার শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *