ASANSOL

আসানসোলে সরকারি আইটি পার্কে ভুয়ো কল সেন্টার, গ্রেফতার ৬

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Fake Call Center Busted in Asansol ) আসানসোলে ভুয়ো কল সেন্টার তৈরী করে সাধারণ মানুষদেরকে প্রতারণা করার অভিযোগ উঠলো। এই অভিযোগ পাওয়ার পরেই মঙ্গলবার বিকেলের পরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে আইটি পার্কে হানা দিলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা। তাদের সঙ্গে ছিলো হিরাপুর থানার পুলিশের একটি দলও। এই কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ৬ জনকে। ঐ কল সেন্টার থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।


জানা গেছে, আসানসোল উত্তর থানার কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ বা কেএসটিপিতে সরকারি ওয়েবেল আইটি পার্ক থেকে ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিলো বলে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ আসে। এরপর এর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সাইবার থানাকে। তার অফিসাররা তদন্তে নেমে জানতে পারেন যে, সেখান থেকে সারাদেশের ফোন করে মানুষ প্রতারিত করা হচ্ছে। এরপর হিরাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ও সাইবার থানার পুলিশের একটি দল যৌথভাবে এদিন বিকেলে ঐ আইটি পার্কে অভিযান চালায়। সেখান থেকে ধরা হয় মোট ৬ জনকে।


এই প্রসঙ্গে সাইবার থানার এক আধিকারিক বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইটি পার্কে চলা ঐ কল সেন্টারে অভিযান চালানো হয়। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রচুর নথি ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সরকারি আইটি পার্কে কল সেন্টারটি পরিকল্পনা করেই তৈরি করা হয়েছিলো। যাতে কারোর কোনরকম সন্দেহ না হয়। এখানে থেকে বিভিন্ন মানুষের ফোন নম্বর নিয়ে তাদেরকে ফোন করা হতো।

Leave a Reply