বিজেপির রাঢ়বঙ্গ মিডিয়া সেন্টার দুর্গাপুরে
বেঙ্গল মিরর, দূর্গাপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিজেপির ” রাঢ়বঙ্গ জোন” র মিডিয়া সেন্টার হলো। তবে সেটা কোনও পাঁচতারা হোটেলে নয়, তার জন্য বাছা হয়েছে বিধাননগরের শহিদ সুকুমার বন্দ্যোপাধ্যায় সরণির একটি গেস্ট হাউসকে।
সম্প্রতি সেই মিডিয়া সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঢ়বঙ্গ জোনের মিডিয়া ইন-চার্জ সঞ্জয় পাল।
সঞ্জয়বাবু বলেন, প্রচারে সুবিধার কারণেই এই মিডিয়া সেন্টার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ তুষার কান্তি ঘোষ এর উদ্যোগে এই মিডিয় সেন্টারটি খোলা হয়েছে। এবার থেকে রাঢ়বঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের তারকা প্রচারক, কেন্দ্রীয় মন্ত্রী ও নেতৃত্বরা এই সেন্টার থেকে নির্বাচন সংক্রান্ত সাংবাদিক বৈঠক করবেন।
উল্লেখ করা যেতে পারে, আসানসোল, দূর্গাপুর -বর্ধমান, বর্ধমান পূর্ব, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বোলপুর ও বীরভূম- এই ৮টি লোকসভা কেন্দ্রকে নিয়ে বিজেপির রাঢ়বঙ্গ জোন।
ইতিমধ্যেই রাঢ়বঙ্গ জোনের ৮ টি কেন্দ্রের বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।