শত্রুঘ্ন সিনহার সমর্থনে উখরা এলাকায় প্রচারে তাপস বন্দ্যোপাধ্যায়
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : প্রবীণ তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে শনিবার প্রচারে এসে জনগণের কাছে আবেদন জানালেন বিধায়ক, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । গত কয়েকদিন ধরেই তিনি আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে উখরা পঞ্চায়েত এলাকায় প্রচার চালান । শনিবার বিকেলে কোলিয়ারি অঞ্চল চনচনি থেকে প্রচার শুরু করেন । পরে কোলিয়ারি খনি আবাসন এলাকা হয়ে আনন্দমোড় থেকে উখড়া গ্রাম,ও বাজার এলাকায় তিনি পায়ে হেঁটে প্রচার করেন। এরপর হাটতলায় দলীয় কার্যালয়ে, দলের মহিলা কর্মীদের নিয়ে বৈঠক ও পরে উখরা স্কুল মোড়ে পথ সভা করেন । পরে প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন।
জানান প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছি । জন্ম থেকে মৃত্যু রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে । মানুষ সেই সব প্রকল্প থেকে উপকৃত হচ্ছে । মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন, চিকিৎসার জন্য রয়েছে স্বাস্থ্য সাথী । ঘরের ছেলে মেয়েরা (ছাত্র-ছাত্রীরা) সবুজ সাথী, কন্যাশ্রীর সুবিধা পাচ্ছে । এছাড়াও বছরের ৩৬৫ দিন দলের কর্মীরা রয়েছে এলাকার মানুষের পাশে । ফলে বাংলার মানুষও রয়েছে তৃণমূলের সাথে । আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার জয়ের ব্যাপারে তাপস বাবু জানান জয়ের ব্যাপারে তারা ১০০ শতাংশ আশাবাদী ।
তার দাবি শুধু আসানসোল নয়, বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে গোটা বাংলাতেই তৃণমূলের জয় হবে । এদিনের প্রচার কর্মসূচিতে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে উপস্থিত হন তৃণমূলের অঞ্চল সভাপতি শরণ সাইগল, ব্লক সভাপতি কালোবরণ মন্ডল, রাজু মুখোপাধ্যায়, উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, দলের মহিলা সংগঠনের ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার, যুব ব্লক সভাপতি পাপ্পু কুন্ডু সহ আরো অনেকে ।