ASANSOL

বাংলা বর্ষবরণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বাংলা একাডেমির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* স্বাগত ১৪৩১। একদিন আগেই শনিবার বিকেলে বাংলা নতুন বছরের আহবানে “বর্ষবরণ” করলো আসানসোল বাংলা একাডেমি। এদিন বিকেলে আসানসোল শহরে বেরোয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। আসানসোল পুরনিগমের সৌজন্যে আসানসোল বাংলা একাডেমির এই শোভাযাত্রা বিকাল ৫ টার সময় আসানসোল রবীন্দ্র ভবন থেকে বেরোয়। এই শোভা যাত্রা জিটি রোডের ভগৎ সিং মোড়, বার্ণপুর রোডের কোর্ট মোড় ও আসানসোল আদালতের সামনে হয়ে এই শোভাযাত্রা শেষ হয়  রবীন্দ্র ভবনে এসে।

এই শোভাযাত্রায় আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল বাংলা একাডেমির সম্পাদক আলপনা বন্দোপাধ্যায়, সভাপতি ডঃ পিকে দে সরকার, ডাঃ অরুণাভ সেনগুপ্ত, অমিতাভ মুখোপাধ্যায়, মধুমিতা জমিনদার, আসানসোল শহর তথা শিল্পাঞ্চলে সাংস্কৃতিক ক্ষেত্রের শিল্পী, সাহিত্যিক সহ বাংলা একাডেমির সদস্যরা ছিলেন।
শোভাযাত্রা শেষে রবীন্দ্র ভবনে সামান্য একটু মিষ্টি মুখ করানোর পাশাপাশি ছোট্ট একটি গানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনের বর্ষবরণের অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply