আশায় বুক বাঁধছে রানিগঞ্জের জেকেনগর, সঙ্গে দাবিও
বেঙ্গল মিরর, আসানসোল ও রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ এমনটা যে কোনদিন হতে পারে, তা হয়তো কেউ ভাবেননি। কিন্তু ২০২৪ এর লোকসভা নির্বাচন সেটাই বাস্তবের সামনে দাঁড় করিয়ে দিলো।
আসানসোল কেন্দ্রে লোকসভা নির্বাচনে এবারে বিজেপি প্রার্থী এসএস বা সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তার সঙ্গে এই আসানসোলের পারিবারিক বা রক্তের সম্পর্ক রয়েছে। আসানসোলের অদূরে রানিগঞ্জের জেকে নগরে জন্ম বিজেপি প্রার্থীর। শৈশব এখানে কাটিয়ে পড়াশোনা আসানসোলের স্কুল ও কলেজে।
একটা সময় এই জেকে নগর শিল্পের জন্য শুধুমাত্র দেশে নয়, এশিয়া খ্যাত ছিলো। এই জেকে নগরে ছিলো ভারত এ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড বা বালকো। যা বালকোর বিধানবাগ ইউনিট বলে পরিচিত ছিলো। পরে তা বন্ধ হয়ে যায়। পরবর্তী কালে এই কারখানা দেশের অন্যতম শিল্প গোষ্ঠী বেদান্ত গ্রুপের কাছে যায়। কিন্তু তা দীর্ঘ স্থায়ী হয়নি।
তবে এলাকার ছেলে আসানসোল কেন্দ্রের বিজেপির প্রার্থী হওয়ায় আশায় কিছুটা হলেও বুক বাঁধছেন জেকে নগরের বাসিন্দারা। একইসঙ্গে তাদের একইসাথে ঘরের ছেলের কাছে দাবিও রয়েছে।
বর্তমানে জেকে নগরে গৌতম বন্দ্যোপাধ্যায় ও রামজী কেশরীর মতো যারা রয়েছেন তাদের বক্তব্যে এমনটাই উঠে এলো। তারা বলেন, আমাদের এখানে সব আছে। শুধু কাজ নেই। আমাদের এলাকার ছেলে। এখানে ও বড় হয়েছে। তারপর আসানসোলের স্কুলে ও কলেজে পড়েছে। এখন ও আসানসোলের প্রার্থী হয়েছে। আমাদের আশা তো একটা আছে বলে জানালেন গৌতমবাবু। তিনি বলেন, আমার সিনিয়র ছিলেন এসএস আলুওয়ালিয়া। তবে কলেজে পড়ার সময় থেকেই রাজনীতিতে ছিলো। আশা করি, আমাদের জন্য ভাববেন।
- আসানসোলে তৃনমুলের ধিক্কার মিছিল, স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি
- নর্থ পয়েন্ট স্কুলের ২৫তম বার্ষিক অনুষ্ঠান
- नॉर्थ प्वाइंट स्कूल आसनसोल के 25 साल पूरे, रंगारंग आयोजन
- Asansol Court : বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণে দোষী সাব্যস্ত যুবক, চার বছর পরে সাজা ঘোষণা
- वार्ड संख्या 49 के नागरिकों ने मेयर को सम्मानित किया, धन्यवाद दिया