ASANSOL

আসানসোলে ” ঘাঁটি জুয়েলস্ ” এ নববর্ষ উপলক্ষে ” প্রথমা “, সাশ্রয়ী মূল্যে হাল ফ্যাশনের গহনা কিনুন – শুভজিৎ ঘাঁটি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলের গয়নার ক্ষেত্রে অন্যতম একটি  শোরুম হল ” ঘাঁটি জুয়েলর্স”। বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে এবারে ” ঘাঁটি জুয়েলস্ ” এ ” প্রথমা ” নামে একটি উদ্যোগ নেওয়া। নতুন বছরের প্রথম দিন রবিবার সকালে এই উদ্যোগকে সামনে রেখে শোরুমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্সের উপদেষ্টা নরেশ আগরওয়াল। এছাড়াও ছিলেন ঘাঁটি জুয়েলর্সর মালিক শুভজিৎ ঘাঁটি, প্রখ্যাত শিল্পপতি, সমাজসেবক ও শুভজিৎ ঘাঁটির বাবা সুব্রত ওরফে মিঠু ঘাঁটি, শুভজিৎ ঘাঁটির স্ত্রী শুশুভ্রা ঘাঁটি, ঘাঁটি জুয়েলর্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ঈশিকা তা। অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। শুভজিৎ ঘাঁটি, শুশুভ্রা ঘাঁটি ও মিঠু ঘাঁটি প্রধান অতিথিকে স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।


নরেশ আগরওয়াল বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে ঘাঁটি জুয়েলর্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সুব্রত ঘাঁটি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আমার ঘরোয়া সম্পর্ক রয়েছে। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে সুব্রত ঘাঁটির ছেলে বাবার মতো বাবার মতো প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠা থেকে সে নতুন একটা উচ্চতায় পৌঁছাতে পেরেছে। তিনি আরো বলেন, যখনই একজন ব্যবসায়ী ব্যবসায় উন্নতি করেন, তখন তা অনেকের কাছে একটা সুখের বিষয়। কারণ একটি ব্যবসার অগ্রগতি পাঁচজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে। যা তাদের পরিবারের সদস্যদের উপকৃত করে। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে আগামী বছরে ঘাঁটি জুয়েলর্স আরও উন্নতি করুক।


শুভজিৎ ঘাঁটি নরেশ আগরওয়ালকে ধন্যবাদ জানান ও বলেন যে তিনি এইভাবে তাদের প্রতিটি অনুষ্ঠানে অংশ নেন এবং আশীর্বাদ করেন। যা তাদের অনেক উৎসাহ দেয়। তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন যে ঘাঁটি জুয়েলার্স শুধুমাত্র আসানসোলের নয়, আশেপাশের এলাকার গ্রাহকদের পরিষেবা দিতে সর্বদা প্রস্তুত। তিনি আসানসোলের মানুষদেরকে নববর্ষে সাশ্রয় মূল্যে উচ্চ মানের উচ্চ ফ্যাশনের গহনা কেনার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *