RANIGANJ-JAMURIA

রামনবমী পালনে মেতে উঠল খনি শহর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী রানীগঞ্জ : রামনবমী প্রসঙ্গে আইনি বিভাগের পাঠরত ছাত্রীর দাবি, আমরা সকলেই ঈশ্বর এ বিশ্বাসী, তাই আদালতেই বলুন, আর যে কোন অনুষ্ঠানে বলুন, প্রতিক্ষেত্রেই ঈশ্বরের প্রতি একটা শ্রদ্ধা জানানোর রীতি, দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই রীতি কখনোই বিলুপ্ত হবে না। রামনবমী বিশেষ দিনে, কলস যাত্রায় অংশ নিয়ে, প্রত্যন্ত গ্রামে, মাইলের পর মাইল, পাথুরে, গরম বালিকা ওপর, দীর্ঘ পথ চলে, এই প্রবল গ্রীষ্মের দাবদাহ কে, উপেক্ষা করে, খালি পায়ে হেঁটে নদীর বালি ঠেলে, গঙ্গার সঙ্গে সংযুক্ত হওয়া, দামোদর নদের পবিত্র জল সংগ্রহ করে, প্রত্যন্ত গ্রামের জাঁকজমকপূর্ণ রাম ও হনুমানজির মন্দিরে, মঙ্গল কলস স্থাপনের সময়কালে, এমনই মন্তব্য করলেন আইনি পাঠরত ছাত্রী।

বিগত বছরগুলির ন্যায় এবছরও রানীগঞ্জ শহরে রামনবমী উপলক্ষে চলছে নানান অনুষ্ঠান, যার মধ্যে একদিকে যেমন হয়েছে, রানীগঞ্জের বল্লভপুরে কলস যাত্রার অনুষ্ঠান ঘিরে, সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানেই রানীগঞ্জের সীতা রামজি মন্দিরে সম্পন্ন হচ্ছে, শ্রী রামজীর পাদুকা পূজন, আর হোম যজ্ঞের সাথে দিনভর নানান অনুষ্ঠান, সেখানেই কুমারী পুজো করে, পরিবারের মঙ্গল কামনায় ব্রতী হয়েছেন অনেক ভক্ত।  চলেছে ৯ কুমারী মেয়েকে, দেবী দুর্গার রূপে পুজো করে, পায়ে আলতা পরিয়ে, আরতি দিয়ে, দেবী দুর্গার নয় রূপের পূজো। আর এ সকলের মধ্যেই রানীগঞ্জের প্রত্যন্ত গ্রাম, ডামালিয়া অঞ্চলে রামনবমী উপলক্ষে কলস যাত্রার আয়োজন করা হয়েছে। পরে মন্দিরে মঙ্গল কল স্থাপন করে, পূজোর আয়োজন করা হয়।

যেখানে শ্রী রামের ও হনুমানজীর মন্দির কে সাজিয়ে তোলা হয়েছে,  রামচন্দ্রের জীবনী, দেওয়ালের বিভিন্ন প্রান্তে, নজর কাড়া ছবির মাধ্যমে। একই সাথে মন্দিরের চূড়ায় স্থান পেয়েছে শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের রথে চড়ে মহাভারতের যুদ্ধক্ষেত্রের বিশেষ ছবি। এই সমস্ত কর্মসূচির মধ্যেই, বর্তমান প্রজন্মের অসংখ্য যুবতী অংশ নেয় কলস যাত্রায় যেখানে এদিন বর্তমান প্রজন্মের একদল যুব সদস্য নিজেদের বক্তব্যে, ঈশ্বরের আরাধনা কে বিশেষ মর্যাদা দিয়েছেন। তবে এ সকলের সাথেই এই অনুষ্ঠান কর্মসূচিতে আসা মহিলা ঢাকির দুটি দল, একে অপরকে টেক্কা দিয়ে ঢাক বাজিয়ে, পুরুষদের সাথে তালে, তাল মিলিয়ে, সকলকে দেখিয়ে দিয়েছেন, ইচ্ছে থাকলেই উপায় হয়, তাই পুরুষদের মতই, ঢাক বাজানোতে মহিলারাও পিছিয়ে নেই, তারাও সকলের মাঝে ঢাকে তাল তুলে, মাতিয়ে দিয়েছে দর্শক মন। বুধবারের রামনবমী অনুষ্ঠানে এমনি ঢাক বাজিয়ে দুটি দল একে অপরকে টেক্কা দিয়েছেন। তবে দুই দলের ঢাকিদের একটাই আফসোস, সরকারি সাহায্য এখনো পায়নি তারা। মেলেনি তাদের শিল্পীর পরিচয়। তাদের একটাই দাবি, পুরুষ ঢাকিদের সাথে তাদেরও দেওয়া হোক শিল্পীর পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *