ASANSOL

স্বামীর জয়ের কামনায় কল্যানেশ্বরী মন্দিরের পূজো দিলেন পুনম সিনহা

বেঙ্গল মিরর, কাজল মিত্র:- আসানসোল লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা রবিবার দিন সকালে স্বামীর জয়ের কামনায় কল্যানেশ্বরী মন্দিরের পূজো দিলেন।তিনি এদিন তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গিয়ে কল্যানেশ্বরী মন্দিরে পূজোদেন।

এদিন পুনম সিনহা জানান আগে বারের চেও যেনো ভোটের ব্যাবধান বাড়ে  তা মায়ের কাছে কামনা করলেন।তাছাড়া এদিন পুনম সিনহার সাথে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী, মবিন খান,দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজি সহ আরো অনেকে।

Leave a Reply