বার্ণপুরে আগুন পুড়ে ছাই ২৫ টি ঝুপড়ি বাড়ি , দোকান ও গুদাম
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Fire In Burnpur ) আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্ণপুরের আপার রোডের বার্নপুর ডেইলি মার্কেটের পেছনে ছাইগাদা এলাকায় মঙ্গলবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গরম ও হাওয়ার কারণে একটি বাড়িতে লাগা আগুন দুডজনেরও বেশি ঝুপড়ি বাড়ি, একটি দোকান ও একটি গুদাম পুড়ে যায়। লোকজন কিছু বুঝে উঠার আগেই প্রবল লেলিহান শিখায় চোখের সামনে ঘর-দোকান পুড়তে থাকে। আসানসোল দমকল বিভাগের দুটি ইঞ্জিন ও বার্ণপুরের ইস্কো কারখানা বা আইএসপি ফায়ার সার্ভিসেস বিভাগের একটি ইঞ্জিন এলাকায় আসে। দমকলকর্মীরা অগ্নিসংযোগের আধঘণ্টার মধ্যে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্ত তার আগেই অনেক বাড়ি ও দোকান সম্পূর্ণ পুড়ে যায়।




এ ঘটনায় একটি ঘরে বেঁধে রাখা ৮টি ছাগল জীবন্ত দগ্ধ হয়েছে। শুধু তাই নয়, লোকজনের সাহায্যে একটি মেয়েকেও বাড়ির থেকে বার করা হয়। খবর পেয়ে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( হিরাপুর) ঈপ্সিতা দত্ত ও হিরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণে ও আগুন নেভাতে সহায়তা করেন। খবর স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র খবর পেয়ে এলাকায় আসেন ও ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী আইএনটিটিইউসি বাস ইউনিয়ন নেতা মহঃ সমীর (বাঁকে) জানান, এই এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে উনুন জ্বালিয়ে রেখে গেছিলেন। জ্বলন্ত সেই উনুন থেকে স্ফুলিঙ্গ ভয়াবহ আগুনের রূপ নেয়। এই অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো বলেন, এর আগেও এ এলাকায় দুবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের ঘটনায় গৃহহীন হয়ে পড়া অর্জুন সাউ বলেন, এই এলাকায় এর আগে এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে।
স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন, খুবই দুঃখজনক ঘটনা। দমকল বিভাগের্ খবর দেওয়া হলে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময়মতো আগুন নেভানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা মুশকিল।
আসানসোল দমকল বিভাগের সাব অফিসার তাপস ঘোষ বলেন, স্থানীয় লোকজনের থেকে জানতে পেরেছি ২৫টির মতো বাড়ি, দোকান ও গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও ৮টি ছাগল জীবন্ত পুড়ে মারা গেছে। এই ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা সম্ভব নয়।
- তিলাবনি কোলিয়ারির এমডিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমিহারাদের
- 100 Pipers Controversy : शराब की बोतलों पर कविगुरु की कविता
- আসানসোলে বাংলা দিবস উপলক্ষে ” শুভ নববর্ষ বরণ ” অনুষ্ঠান
- বিদেশী মদের বোতলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নববর্ষেই বিতর্ক, আন্দোলনে নামার হুঁশিয়ারী বাংলা পক্ষের
- আসানসোল শহরে ফ্লাইওভার সহ একাধিক দাবি নিয়ে নববর্ষে মন্ত্রীর কাছে ফসবেকি