সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সহ শত্রুঘ্ন সিনহার মনোনয়ন জমা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সহ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পশ্চিম বর্ধমানের জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও এস পোন্নাবলমের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তার সঙ্গে ছিলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা, ইলেকশন এজেন্ট অমরনাথ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু ও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক।




তার আগে আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন রবীন্দ্র ভবনের সামনে থেকে দলের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে শোভাযাত্রা বেরোয়। হুড খোলা গাড়িতে ছিলেন প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, সহ জেলার নেতারা।

রঙিন বেলুনের সঙ্গে শোভাযাত্রায় ছিলো রনপা, মহিলা ঢাকি, ধামসা মাদল। এছাড়াও শোভাযাত্রায় দলের পতাকা নিয়ে ছিলেন তৃনমুল কংগ্রেসের কয়েক হাজার কর্মী ও সমর্থক।
এই শোভাযাত্রা ভগৎ সিং মোড়, সেনরেল রোড বা বিবেকানন্দ সরণী হয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কার্যালয়ে এসে সাড়ে এগারোটা নাগাদ আসে। পরে সেখানে মনোনয়ন পত্র জমা দেন শাসক দলের প্রার্থী।