আসানসোলে ইলেকট্রিক লাইট সাউন্ড অ্যান্ড জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরে মন্ত্রী সঙ্গে তৃণমূল প্রার্থী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের রামবন্ধু তলাও এলাকায় গুরু নানক নগরে বৃহস্পতিবার আসানসোল ইলেকট্রিক লাইট সাউন্ড অ্যান্ড জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, আসানসোল গুরুদ্বোয়ারা প্রবন্ধন কমিটির সভাপতি অমরজিৎ সিং ভারারা, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর সহ সংগঠনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।




এই অনুষ্ঠানের শত্রুঘ্ন সিনহা বলেন, এটি কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। তাই তিনি এখানে রাজনীতি নিয়ে কথা বলবেন না। এই অনুষ্ঠানে আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, শিখ সম্প্রদায়কে অনেক সম্মান করেন। শুধু দেশ নয়, এই সম্প্রদায়ের লোকেরা সারা বিশ্বে তাদের সাফল্যের পতাকা তুলে ধরেছেন। আসানসোল গুরুদ্বোয়ারা প্রবন্ধন কমিটির সভাপতি অমরজিৎ সিং ভারারা বলেন, মন্ত্রী মলয় ঘটক প্রতিটি অনুষ্ঠানে আসেন। যখনই তাকে ডাকা হয়, তখনই তিনি সাড়া দেন। সংগঠন বা শিখ সম্প্রদায়ের যে কোন প্রয়োজনে তিনি সর্বদা তার পাশে আছেন।

- एबीकेआर सेवा संस्थान द्वारा बच्चों को शैक्षिक सामग्री प्रदान
- গলব্লাডারে পাথর আক্রান্ত মহিলা BDO-এর তৎপরতায় তৈরি স্বাস্থ্য কার্ড
- রাস্তায় বিবাদ, বাড়িতে চড়াও হয়ে মিনিবাস মালিককে হুমকি টোটো চালকদের, বারাবনি থানায় অভিযোগ
- আসানসোলের মন্দিরে শিবের রুদ্রাভিষেক ও বিশেষ পুজো, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিল্পাঞ্চল জুড়ে পালিত
- ইসিএলের ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ