ASANSOL

আসানসোল পুরনিগমের ৩৮ নং ওয়ার্ডে পানীয়জলের সমস্যা নিয়ে সরব বাসিন্দারা.

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ  আসানসোল পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের গুসিক এলাকায় পানীয়জলের সংকট ও সমস্যা চরম আকার নিয়েছে। ঐ এলাকার মহিলা এবং পুরুষেরা বৃহস্পতিবার পানীয়জলের সমস্যা নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।



ঐ এলাকার মহিলারা এদিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে পানীয়জলের অভাব নিয়ে মুখোমুখি হচ্ছি। তারা আরো বলেন যে, আমাদের বাড়িতে জলের সংযোগ নেওয়ার সমস্ত কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু তারা তাদের বাড়িতে জলের সংযোগ পাচ্ছেন না। সেখানে দায়িত্বরত কর্মীরা বলেন, তারা পাশের এলাকার বাসিন্দারা পাইপলাইনের সাহায্যে বাড়িতে বাড়িতে সংযোগ দিতে দিচ্ছেন না। তারা মাটি কাটা ও পাইপ বিছানোর কাজ করার সময় গাড়ি চালাচ্ছেন। এখনো সেই কাজ শেষ না হওয়ায় গুসিক এলাকায় পানীয়জলের সমস্যা রয়ে গেছে বলে এদিন আসানসোল পুরনিগমের আসা মহিলারা জানান। তারা এই সমস্যার কথা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন। শেষ পর্যন্ত তারা গোটা সমস্যার সমাধান চেয়ে পুরনিগমের দ্বারস্থ হয়েছেন। পুরনিগমের তরফে বলা হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply