DURGAPUR

দূর্গাপুরে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি, লুঠ গয়না ও টাকা, আতঙ্কিত বাসিন্দারা

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur Latest News )  পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। যার মধ্যে একটি বাড়ি থেকে দেড় লক্ষ টাকা নগদ ও ১৪০ গ্রামের মতো সোনার গয়না জানলা ভেঙ্গে চুরি করে দূষ্কৃতিরা। একইভাবে অন্য একটি বাড়ি থেকে ৭ ভরি মতো সোনার গয়না, বেশ কিছু রুপোর গয়না ও ১৫ হাজার টাকা চুরি হয়। শনিবার রাতে ইস্পাত নগরী দুর্গাপুরের সিটি সেন্টারে অম্বুজার ২৩ নাম্বার স্ট্রিটে পরপর দুটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। রবিবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষেরা। পরপর যে দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে তাদের নাম হলো অনিল কুমার ঘোষ ও রুনা দাস। তার মধ্যে রুনা দাসের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিলো। সেই সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, চারজন মুখ বাধা অবস্থায় এসে বাড়ির জানালা ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকছে।


চুরি হওয়া দুই বাড়ির গৃহকর্তা ও গৃহকত্রী অনিল কুমার ঘোষ ও রুনা দাস বলেন, আমরা অন্য ঘরে শনিবার রাতে শুয়েছিলাম। রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখি, পাশের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। স্বাভাবিক ভাবেই আমরা হতবাক হয়ে যাই। তারপর বাইরে গিয়ে দেখি ঐ ঘরের জানালা ও গ্রিল  ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে চোরেরা দরজা বন্ধ করে দেয়। তারপর তারা আলমারি লকার ভেঙে তার মধ্যে লকার থেকে সোনা ও রুপোর গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। এদিন সকালে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে। দুটি বাড়ির চুরির ঘটনার অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply