নিজের জন্মভিটেতে জনসভা করলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( SS Ahluwalia at his birth Place ) অবশেষে সাত ‘ই মে মঙ্গলবার নিজের জন্মভিটে, জে কে নগর পোস্ট অফিস ময়দানে, জনসভা করলেন আসানসোল লোক সভা কেন্দ্রের, বিজেপি মনোনীত প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। প্রায় প্রতিটি সভাতেই তিনি দাবি করেছেন, রানীগঞ্জ তার জন্মভিটে। আর এই বলে, বহু ক্ষেত্রেই ভোট ভিক্ষাও করেছেন তিনি। তবে এদিন জে কে নগর এলাকায় পৌঁছে, নিজের জন্মভিটেতে নিজেকে ভোট দেওয়ার জন্য একটাও শব্দ ব্যবহার না করেই, ভোট প্রচারে লোকাল ইমোশন কে কাজে লাগালেন সুরেন্দ্র সিং।













একে একে নানান বিষয়ে নানান স্থানীয় কথা তার বক্তব্যে তুলে ধরে, নিজেকে স্থানীয় এলাকার একজন বলেই দাবি করার, প্রাণপণ চেষ্টা চালালেন। আর এ সকলের মধ্যেই, তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তিনি তুলে ধরলেন, লক্ষীর ভান্ডার সম্পর্কে তার ধারণা। এমনকি তৃণমূলের নিয়ে ভবিষ্যৎবানী করে দিলেন, আলু-ওয়ালিয়া। এরপর সভাব মঞ্চ থেকে নিজেকে সমস্ত ঘেরা টোপের মাঝে রেখে জে কে নগর লাইন পার এলাকায়, বিজয় কুমার শর্মা নামের এক চা বিক্রেতার চায়ের দোকানে পৌঁছে, প্রবল বৃষ্টির মাঝেই চা পান করে আলাপচারিতা করেন তিনি। তবে এলাকায় অবস্থিত তার বাবার কর্মস্থল অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আবারও গড়ে তোলা সম্ভব কিনা, তা নিয়ে স্পষ্ট কোন মতামত দিলেন না।
- SIR 2025 : আসানসোলে মহকুমাশাসকের উপস্থিতিতে তিন বিধানসভার সর্বদলীয় বৈঠক
- Asansol Scam Tahseen के एजेंट हुए अंडरग्राउंड, पुलिस कर रही तलाश, जांच में 2000 से अधिक निवेशकों की मिली जानकारी
- Asansol बोर्ड बैठक में भ्रष्टाचार के मोर्चे पर अपने ही बोर्ड को घेरा तृणमूल पार्षद ने, आरएसपी – पार्किंग की मांगी जांच
- Asansol Rifle Club में ऑल इंडिया रेलवे शूटिंग चैंपियनशिप एक से, दिग्गज शूटर होंगे आकर्षण का केंद्र
- SAIL ने ग्रेच्युटी की सीमा बढ़ाई


