RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের কমল সাধুর আশ্রমে  প্রায় ১০০ বছরের প্রাচীন নগরকীর্তন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :   রাধাকৃষ্ণের নগর কীর্তনে আগে নাকি হাতি নিয়ে বের হতো নগর কীর্তনের দল, আর তা দেখতে পাড়া শুদ্ধ মানুষ জড়ো হতো রানীগঞ্জের হিল বস্তির কমল সাধুর আশ্রমে। এবারও সেই প্রথা মেনে দীর্ঘ প্রায় ১০০ বছরের প্রাচীন  বৈশাখ মাসের শেষ দিনের নগরকীর্তনের অনুষ্ঠান-পর্ব সম্পন্ন হল রাধা কৃষ্ণের বন্দনায়। পূর্বে রানীগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে থেকে এই অংশে নগর কীর্তন করতে বের হওয়া বিভিন্ন কীর্তন দলের শিল্পীরা তাদের নগর কীর্তন এই কমল বাবার আশ্রমে সম্পন্ন করতেন।

এবারও সেই রীতি মেনে রাণীগঞ্জ শহরের আটটি কীর্তন দল বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে ছোট বড় সকল সদস্যদের সঙ্গে নিয়ে রাধা কৃষ্ণের সাজে সুসজ্জিত হয়ে, পরিবেশন করলেন নগর কীর্তন। রাতভর বিভিন্ন নামিদামি কীর্তন শিল্পী কমল বাবার আশ্রমে পরিবেশন করলেন রাধাকৃষ্ণের নাম গান। এই অনুষ্ঠান পর্বে এলাকার যুবক-যুবতীরা ব্যাপকভাবে অংশ নিয়ে নাচে গানে মুখরিত করল এই নগর কীর্তন অনুষ্ঠান। বহু শিল্পী আধুনিক গানের সুরে সুর মিলিয়ে পরিবেশন করলেন শ্রীকৃষ্ণের নাম বন্দনা। যা শুনতে ব্যাপক সংখ্যায় মহিলারা ভিড় জমালেন এই কীর্তন এর আসরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *