ASANSOLASANSOL-BURNPUR

আসানসোল দক্ষিণ বিধানসভার ১৮ ওয়ার্ডে লিড বিজেপির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ১২ হাজারের বেশি ভোটের লিড পেয়েছে। প্রধানতঃ  বার্নপুর শহর ও আসানসোল শহরের একাংশ এই বিধানসভায় রয়েছে। এমনকি এই বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অনুপস্থিতিতেও এখানে ভালো ফল করতে পেরেছে বিজেপি। এই  বিধানসভার ২২টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৪ টিতে লিড পেয়েছে তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এই চারটি ওয়ার্ড হলো ৮২, ৮৩, ৯৭ ও ৯৮ নং। এর মধ্যে ৯৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হলেন আসানসোল দক্ষিণ টাউন ব্লক সভাপতি অনুপ মাজি। ৮২ নং ওয়ার্ডের কাউন্সিলর হলেন রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক মহঃ সোহরাব আলির স্ত্রী নার্গিস বানো।


বাকি ১৮ টি ওয়ার্ডেই জিতেছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এই বিধানসভা থাকায় মেয়র পারিষদ মানস দাস ও দুই বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার ও শিবানন্দ বাউরি তাদের নিজেদের ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থীকে জেতাতে পারেননি। আসানসোল পুরনিগমের ৭৭ নং ওয়ার্ড ( কাউন্সিলর গুরমিত সিং) থেকে সবচেয়ে বেশি ভোট ৪০৪৭ ভোটে লিড পেয়েছেন পদ্ম প্রার্থী।
২০২২ এর উপনির্বাচনে আসানসোল দক্ষিণ বিধান সভার ২২ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টিতে লিড ছিলো বিজেপির। ৮ টিতে এগিয়েছিলো তৃনমুল। কিন্তু এবারে  সেই ৮ টির মধ্যে মাত্র ৪ টি নিজেদের দখলে রাখতে পেরেছে শাসক দল।
স্বাভাবিক ভাবেই এই বিধানসভার পুর এলাকার ভোটারদের মন পেতে ব্যর্থ হয়েছেন শাসক দল বলে, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

WARD NO. TMCBJPLead
98419021522038 ( TMC )
85345348221369
8270231446865 ( TMC )
96303440851057
81193533121377
39191439262012
9725052292213 ( TMC )
8724433276833
8623233158835
7917562416660
80173037812051
57257653592783
789781879901
77228763344047
38221435671353
84226839671699
94164334711828
95290056092709
10618022234432
56206538471782
75196730081041
83584716984149 ( TMC )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *