পোস্ট অফিসের এজেন্টের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য, তদন্তের দাবী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী , রানীগঞ্জ : পোস্ট অফিসে কর্মরত এক এজেন্টের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো, রানীগঞ্জের অষ্টআশি নম্বর ওয়ার্ডের ইস্ট কলেজ পড়ায় এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই ওয়ার্ডেরই বাসিন্দা বছর ৪২ এর গৌতম বাউরি, পোস্ট অফিসে এজেন্ট হিসেবে কাজ করতো আর তার সাথেই কর্মসূত্র স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কেয়ারটেকারের কাজও করতেন তিনি। সে মতোই অন্যদিনের মতো সে, সেখানেই ছিল, বলে জানা গেছে। আর সেখানেই সে পোস্ট অফিসে টাকা পয়সা লেনদেন করতো বলেও জানিয়েছেন স্থানীয়রা।













আর এই ঘটনাটি, জানা যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ, এদিন তার স্ত্রী তার খোঁজ করতে গেলে ওই ব্যক্তিকে সিঁড়ির মধ্যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় সে ঝুলে রয়েছে বলেই দেখতে পেয়েছেন তার স্ত্রী, বলে দাবী করেন এলাকার মহিলারা। এই ঘটনার খবর স্থানীয়রা পাওয়ার পরই তারা রানিগঞ্জ থানার পুলিশকে খবর দিলে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে আসতে চাইলেও এলাকার মানুষজন এদিন সমগ্র ঘটনার তদন্তের পরই দেহ সেখান থেকে নিয়ে যেতে দেওয়া হবে বলেই দাবি করেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় এলাকার বাসিন্দারা দাবি করেছেন এরূপ ভাবে কখনোই মৃত্যুর ঘটনা ঘটতে পারে না। তারা দাবি করেছেন কেউ বা কারা তাকে সেখানে টাঙিয়ে দিয়েছে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন মৃতের পরিবারের পরিজনেরা। এদিকে মৃতের পরিবার-পরিজনেরা ওই মৃতদেহ আটকে রেখে, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে এলাকায়। তারা দাবি করেছে এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দিচ্ছে।
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग





