ASANSOL

আসানসোলে শুরু পুলিশের ধরপাকড় হাত তুলে নিয়েছে শোরুম মালিক, সমস্যায় টোটো চালকরা, বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য সরকারের নির্দেশ মতো গত কয়েক দিন হলো পুলিশ প্রশাসন রাজ্য ব্যাপী অবৈধ বা বেআইনি টোটো বাজেয়াপ্ত করতে তৎপর হয়ে উঠেছে। শুরু হয়েছে ধরপাকড়ও। বাজেয়াপ্ত করা হচ্ছে টোটো। এরফলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কেনা টোটো নিয়ে সমস্যা  ও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে টোটো চালকদের।        শুক্রবার সকালে আসানসোল শহরের টোটো চালকরা একটি টোটো শোরুমে বিক্ষোভ দেখান।

শিবঠাকুর মন্ডল নামের এক টোটো চালক বলেন,  কয়েকজন টোটো শোরুম থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে টোটো কিনে ছিলাম। সেই সময় আমাদেরকে শোরুম থেকে বলা হয়েছিল জাতীয় সড়ক বাদ দিয়ে সব জায়গায় চালাতে পারবে। কিন্তু বিগত তিন দিন ধরে পুলিশ তাদের টোটো বাজেয়াপ্ত করে নিচ্ছে। পুলিশ শুধু সিএনজি টোটো চলতে দিচ্ছে। ইলেকট্রিক টোটো চলতে দিচ্ছে না।

  শোরুম মালিককে এই কথা বলাতে, তারা হাত তুলে নিচ্ছে। শোরুমের তরফে বলা হচ্ছে, তাদের গাড়ি বিক্রি করার দরকার ছিল। তারা তা বিক্রি করেছে রাস্তায় চলার অনুমতি জেলাশাসক ও আরটিও দেবে। এই অবস্থায় টোটো চালকেরা এখন  দিশেহারা হয়ে পড়েছেন টোটো কিনে।
পুলিশ জানায়, কিছু করার নেই। যা করার তা আইন মেনে করা হচ্ছে।

Leave a Reply