RANIGANJ-JAMURIA

স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ দেখালো তৃণমূল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :   বেসরকারিভাবে কয়লা উত্তোলনের বরাত পাওয়া রেশমি কোম্পানির পক্ষ থেকে এবার সাতগ্রাম এরিয়ার কোয়ারডি কোলিয়ারি এলাকায় কয়লা উত্তোলনের জন্য উদ্যোগ গ্রহণের পর পরই শুক্রবার সেই বেসরকারি সংস্থায় স্থানীয় এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে ওই সংস্থার কর্মরত আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা পশ্চিম বর্ধমান জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর ব্যানার্জি ও স্থানীয় পঞ্চায়েত  সদস্যা সুশান্তি হাসদা।

এদিন তারা ওই বেসরকারি সংস্থার সামনে প্রথমে একুশে জুলাই কলকাতার বুকে আয়োজিত শহীদ স্মরণ এর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মিছিল করে। পরে সেই মিছিল কোআরডি এলাকায় প্রচার চালিয়ে ওই এলাকায় অবস্থিত কয়লা উত্তোলনের জন্য নিয়োগ করা রেশমী কোম্পানির অস্থায়ী দপ্তরের মাঝে তারা আধিকারিকদের কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন l এ বিষয়ে ওই বেসরকারি সংস্থার দায়িত্বে থাকা আধিকারিকেরা সমস্ত বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে জানিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *