আসানসোল পুর নিগমের ৮৪ নং ওয়ার্ডে ২১-শে জুলাই এর সমর্থনে সুবিশাল মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ২১-শে জুলাই ধর্মতলা তে তৃণমূলের শহীদ দিবস কর্মসূচির সমর্থনে মিছিল করল তৃণমূল কংগ্রেস । আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮৪ নং ওয়ার্ড এর তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে সোমবার বিকেলে মিছিলের সূচনা হয় আসানসোল ইসমাইল মোড় থেকে রায়পাড়া হয়ে বিআরএমবি রোড হয়ে আমবাগান গড়াই রোড পৌঁছয়। এরপর গড়াই রোড ধরে সেই বিশাল মিছিল বরফকল মোড় হয়ে কোরা পাড়া বজরঙ্গবলী মন্দিরের সামনে এসে শেষ হয়।




সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মিছিলের সূচনা হলেও প্রায় ঘণ্টা দুয়েক সময় ধরে ওই সুবিশাল মিছিল চলে। ওই মিছিলে উপস্থিত ছিলেন ৮৪ নং ওয়ার্ড কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান ড: দেবাশীষ সরকার, ওয়ার্ড মহিলা প্রেসিডেন্ট কবিতা লায়েক , যুব প্রেসিডেন্ট বিশ্বজিৎ বাউড়ি, মহিলা ভাইস প্রেসিডেন্ট বর্ণালী দাস সহ অন্যান্য নেতা কর্মী ও সমর্থকরা।মিছিল শেষে ড: দেবাশীষ সরকার জানান ২১শে জুলাই এর সমর্থনে এদিনের মিছিলে যোগ দিয়েছিল প্রায় শ পাঁচেক কর্মী সমর্থক। তার ওয়ার্ড এবং ওই অঞ্চল থেকে প্রায় হাজার খানেক কর্মী ২১-শে জুলাই ধর্মতলায় কর্মসূচিতে যোগ দেবে ।