আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের কাল্লা মোড়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসানসোল নর্থ ট্রাফিক গার্ড ইনচার্জ মহঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে হওয়া এই রক্তদান শিবিরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার সহ মোট ৬০ রক্তদান করেন। এই রক্তদান শিবিরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস ছাড়াও উপস্থিত ছিলেন ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ, এডিসিপি (ট্রাফিক) প্রদীপ মণ্ডল সহ অন্যান্যা আধিকারিক।
আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের তরফে অতিথিদের ফুলের তোড়া ও স্মারক উপহার দিয়ে সম্মানিত করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এই রক্তদান শিবির আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই এলাকার রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর। অনুষ্ঠানে ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস রক্তদাতাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ বিভাগের সাথে জড়িত থাকার কারণে আমরা জানি যে রক্ত কতটা জরুরি। এর উপর কারোর জীবন নির্ভর করে। তিনি বলেন যেসব হাসপাতাল থেকে রক্তের আবেদন করা হয়, সেখানে পুলিশ কর্মীরা গিয়ে রক্ত দিয়ে জীবন বাঁচা। তাই এ ধরনের রক্তদান শিবির আয়োজনের ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধুমাত্র পুলিশ আধিকারিকরা ও কর্মীদের শুধু আইনশৃঙ্খলা বজায় রাখা কাজ নয়। এর পাশাপাশি সবাই এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করুন।
সেই সাথে তিনি সকল নাগরিককে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে বলেন, ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমে যায়।আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ বলেন, যেভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা প্রশংসনীয়। এ ধরনের শিবির আয়োজনের ফলে অনেক মানুষের জীবন বাঁচে।তিনিও সাধারণ মানুষদেরকে ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালানোর আহ্বান জানান। তার মতে, অসাবধানতার কারণে অনেক দূর্ঘটনা ঘটে। একটু সতর্ক হলেই তা ঠেকানো যায়। অবহেলার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় যে রক্ত রাস্তায় বয়ে যায়, সেই রক্ত এই ধরনের রক্তদান শিবিরের মাধ্যমে দান করুন। তার মাধ্যমে একজন মুমূর্ষু রোগীকে নতুন জীবন দিতে সাহায্য করুন।