এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলের বার্ণপুরের চিত্রা এলাকায় শনিবার সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্তল, রাজ্য আইএনটিটিইউসির এক্সিকিউটিভ মেম্বার ও এসবিএসটিসি এমপ্লয়িজ এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি সুশান্ত রায়, ভুবনেশ্বর মুখোপাধ্যায় সহ এসবিএসটিসির অন্যান্য আধিকারিকরা। প্রদীপ জ্বালিয়ে মন্ত্রী মলয় ঘটক সহ অতিথিরা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। পরে তারা স্বেচ্ছায় রক্তদাতাদের শংসাপত্র দেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ২০১১ সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে তৃনমুল কংগ্রেসের সরকার গঠিত হয়েছিল। তখন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্রমিকদের স্বার্থে কাজ করা শুরু হয়েছে। ২০১১ সালের আগে বামফন্ট্র যখন বাংলায় শাসন করত, তখন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মাসে ২২০০ টাকা বেতন পেতেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার ২ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিমাণ বাড়িয়ে ৬৬০০ টাকা করেন। এখন অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা মাসে ১০০০০ টাকা পান। বামপন্থীদের কটাক্ষ করে মলয় ঘটক বলেন, একদিকে তারা সারা বিশ্বের শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও তারা নিজেদের রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উপেক্ষা করেছেন।
২০১১ সালে বামপন্থী শাসনের অবসানের আগে, অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের বেতন ২২ বছর ধরে প্রতি মাসে মাত্র ২২০০ টাকা ছিল। অর্থাৎ ২২ বছর ধরে শ্রমিকদের স্বার্থের কথা বলা বামপন্থীদের শাসনকালে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বেতন না বাড়ানো হলেও মুখ্যমন্ত্রী হওয়ার দুই মাসের মধ্যেই তা বাড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক বলেন, এদিন যারা স্বেচ্ছায় রক্ত দান করেছেন তারা তাদের কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করেছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসবিএসটিসি পরবর্তী সময়ে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করবে মেদিনীপুরে।
এদিনের রক্তদান শিবিরে মোট ৭৮ ইউনিট রক্ত সংগৃহীত হয়।