KULTI-BARAKAR

বিজেপি কাউন্সিলারের বিরুদ্ধে দিব্যাঙ্গ যুবককে মারধর করার অভিযোগ,  অস্বীকার

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :- আসানসোল পৌরনিগমের  ১৭নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলারের বিরুদ্ধে এক দিব্যাঙ্গ যুবককে মারধর করার অভিযোগ উঠলো । কুলটি থানায় অভিযোগ দায়ের করে দিব্যাঙ্গ যুবক।জানা যায় আসানসোল পৌরনিগমের ১৭নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার লালন মেহেরা লালবাজার বসুমতি মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেম দাস নামে এক যুবককে মারধর করে।যদিও অভিযোগ অস্বীকার করেন বিজেপি কাউন্সিলর লালন মাহেরা। জানা যায় প্রতিবন্ধী প্রেম দাসের বাড়িতে তিনদিন থেকে বিদ্যুৎ না থাকার কারণে সে বিষয়টি স্থানীয় কাউন্সিলার লালন মেহেরাকে ফোনের মাধ্যমে জানান এবং রাতের কাউন্সিলারের সাথে বচসা হয় প্রেম দাসের।এরপর রবিবার দিন প্রেম দাসকে  মারধর করা হয় বলে  অভিযোগ উঠে কাউন্সিলার বিরুদ্ধে।

অভিযোগকারীরা জানান অকারণে লালন মেহেরা সহ তার দলবল প্রেম দাসকে মারধর করে । ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় কুলটি থানায়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলার লালন মেহেরা।তিনি বলেন পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে একটা বিসিসিএলের বড় সেড রয়েছে সেই সেডটা বিসিসিএলের বিদ্যুতের তারের উপর পড়ে যায়।যদিও আমি নিজের উদ্যোগ নিয়ে পৌরনিগমের ট্রাক্টর, জেসিবি নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে বিসিসিএলকে বিষয়টি নিয়ে জানিয়েছি।উল্টো ঐ প্রেম দাস নামক যুবক আমাকে গালিগালাজ করে।গুলি করারও হুমকি দেয়।আমিও অভিযোগ দায়ের করবো।বিসিসিএলের বিদ্যুৎ থাকবে না প্রাকৃতিক দুর্যোগ। সেখানে কাউন্সিলার কি করবে।কাউন্সিলার যা কাজ সেটা আমি করেছি জায়গাটি পরিষ্কার করেছি বিসিসিএলকে বিদ্যুতের সমস্যাটি নিয়ে জানিয়েছি।আমি তো তার জুড়ে দিতে পারি না।বিষয়টি নিয়ে কুলটি ব্লক যুব তৃর্ণমুল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন একজন জন প্রতিনিধির কাছে সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে।এইটা বিজেপির কালচার।শুনেছি অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করবে যদি দোষী থাকে শাস্তি হবে আইন আইনের পথে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *