বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থা খারাপ, নেই পানীয়জল, শাসক দলের কাউন্সিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ
আসানসোল পুরনিগমের ৫৭ নং ওয়ার্ডে অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বেহাল রাস্তা। নিকাশি ব্যবস্থা খারাপ। নেই পানীয়জল। এইরকম সব অভিযোগ তুলে মঙ্গলবার আসানসোল পুরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডে বার্ণপুরের বড়তোড়িয়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দাদের একাংশ। এলাকার রাস্তায় বাঁশ লাগিয়ে পথ অবরোধ করে চলে এই বিক্ষোভ। এদিন বিক্ষোভকারী এলাকার বাসিন্দা পুরুষ ও মহিলাদের অভিযোগ, আসানসোল পুরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দপল্লী এলাকায় কাউন্সিলর কোনো কাজ করেন না। এই এলাকা থেকে ভোট পায়নি বলে কাউন্সিলর কাজ করেছেন না বলে দাবি তাদের। এর ফলে এলাকার রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল। এমনকি এলাকায় পানীয়জলের সমস্যা রয়েছে। এইসব কিছু নিয়ে কাউন্সিলারকে বারবার বলা হয়েছে। কিন্তু তিনি কোন কিছু করেননি। তার বিরুদ্ধে এদিন রাস্তা অবরোধ করা বিক্ষোভ দেখানো হয়।
তাদের দাবি, অবিলম্বে এলাকার রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা ঠিক করবে হবে। খবর পেয়ে এলাকায় আসানসোল পুরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত মাজি এবং হিরাপুর থানার পুলিশ পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে কাউন্সিলর বিক্ষোভকারীদের সঙ্গে গোটা এলাকা পরিদর্শন করেন। তিনি আশ্বাস দেন যে, সাতদিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করা হবে। এই আশ্বাসে বেশ কিছুক্ষন পরে রাস্তা অবরোধ উঠে। যদিও ভোট না পেয়ে কাজ করেননি, স্থানীয়দের এই অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর সুমিত মাজি।
তিনি বলেন, আমি এলাকার বাসিন্দাদের চাহিদা মতো পুরনিগমে কাজের তালিকা জমা দিয়েছি। ২৬ লক্ষ টাকার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। তা দিয়ে এই ওয়ার্ডের সমস্ত এলাকায় কাজ করা হবে। কিন্তু টেন্ডার না হওয়ায় কাজ করা হয়নি। তাতে আমি কি করবো।