কবিগুরুকে ২২ শে শ্রাবণে স্মরণ আসানসোল পুরনিগম ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বুধবার যথাযথ মর্যাদার সঙ্গে কবিগুরুকে স্মরণ করা হলো। এদিন এই উপলক্ষে আলাদা দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোল পুরনিগম ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে ।
এদিন সকালে আসানসোল পুরনিগমের উদ্যোগে হওয়া অনুষ্ঠানে আসানসোলের জিটি রোডের বিএনআর মোড়ে রবীন্দ্রভবনের সামনে শ্রদ্ধাঞ্জলি পার্কে কবিবমূর্তিতে মাল্যদান করা হয় বাইশে শ্রাবণ পালন করা হলো। একইভাবে রবীন্দ্র ভবনের ভেতরে কবির মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, কাউন্সিলার শ্রাবণী মন্ডল, ববিতা দাস, ওএস বীরেন অধিকারী সহ অনেকে।
অন্যদিকে, এদিন বিকেলে ২২ শে শ্রাবণ উপলক্ষে আসানসোলে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সভাকক্ষে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক আজিজুর রহমান সহ অন্যান্যরা কবির ছবিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়াও এদিন আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন সংগঠনের তরফে ২২ শে শ্রাবণে কবিগুরুকে স্মরণ করা হয়।