আসানসোল এক্সেলেন্সী আওয়ার্ড অনুষ্ঠান, সম্মানিত হলেন গুণীজনেরা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আয়োজন সোমবার করা হয়। একটি বেসরকারি সংবাদ সংস্থার পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী শচীন রায়, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, বিশিষ্ট ব্যবসায়ী নরেশ আগরওয়াল, আসানসোল ইএসআই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অতনু ভদ্র, বিশিষ্ট নিউরোসার্জন ডা: সোহাগ বোস, রক্তদান আন্দোলনের প্রণেতা প্রবীর ধর সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের কাছে তথ্য দিতে ওই সংস্থার প্রধান সম্পাদক শান্তনু রায় বলেন, গত ২৫ বছর ধরে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাই তিনি বুঝতে পেরেছেন আজও সমাজে এমন অনেক মানুষ আছে যারা তারা। নীরবে তারা কাজ করে যাচ্ছেন কিন্তু তারা এখনও সেই গ্রহণযোগ্যতা পাচ্ছেন না যা তারা পাওয়ার যোগ্য। তাই তাদের যোগ্য সম্মান দেওয়ার এই প্রচেষ্টার মাধ্যমে এমন কিছু ব্যক্তিকে সম্মানিত করা হয় এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।