আসানসোল রাইফেল ক্লাবে শুরু ৫৬ তম রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়ানশিপ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চাঁদমারিতে আসানসোল রাইফেল ক্লাবে সোমবার থেকে শুরু হলো ৫৬ রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৪। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, ওয়েষ্ট বেঙ্গল রাইফেল এ্যাসোসিয়েশনের সভাপতি ভি কে ঢাল সহ অন্যান্যরা।
এদিন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই শুটিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চলবে আগামী ২৫ আগষ্ট পর্যন্ত। উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, সারা রাজ্য থেকে সবমিলিয়ে ৭০০ এর মতো প্রতিযোগী অংশ নেবেন।