আসানসোলে রবীন্দ্র মূর্তির পাদদেশে নাগরিক সমাজের প্রতিবাদ সভা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আরজি করে মহিলা চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষনের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার গোটা বাংলা তথা দেশ। ঘটনার পর থেকে আন্দোলনের একটা ধারাবাহিকতা চলছে।
এই আবহে মঙ্গলবার আসানসোলের জিটি রোডের বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্র মূর্তির পাদদেশে নাগরিক সমাজের উদ্যোগে একটি প্রতিবাদ সভা হয়। এই সভা পরিচালনা করে জ্যোতি পাড়িয়া।
বক্তব্য রাখেন শিপ্রা চট্টোপাধ্যায় ,স্বপন দাস, প্রদীপ বন্দোপাধ্যায় ,সুমন কল্যাণ মৌলিক, সুদীপ্তা পাল, সোমনাথ গুপ্ত, কল্লোল রায় প্রমুখ। বক্তারা এই নির্মম হত্যাকান্ডের কিনারায় যথাযথ তদন্ত ও সারা দেশের মেয়েদের নিরাপত্তা দাবি করেন। সভায় কবিতা পাঠ করেন সুমিত বন্দোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় ও গুরুদাস রায়। সমর রায়ের নেতৃত্বে সমবেত সংগীতের মধ্যে দিয়ে এদিনের এই প্রতিবাদ সভা শেষ হয়।