BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন শহরে রেল প্রসাশন চালাল বুলডোজার  উচ্ছেদ একাধিক দোকান ঘর

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :- চিত্তরঞ্জন রেল প্রশাসনের তরফে  শহরজুড়ে দখল দারি উচ্ছেদ লাগাতার জারি রয়েছে।বৃহস্পতিবারও চিত্তরঞ্জনের ফতেপুর সবজি বাজার ও সংলগ্ন এলাকার অবৈধ নির্মাণ ভেঙে দিতে
চালানো হল বুলডোজার । এদিন উচ্ছেদের সময় চিত্তরঞ্জন রেল কারখানা কর্তৃপক্ষ ও রেল পুলিশ উপস্থিত ছিল।তবে এদিন যে অস্থায়ী নির্মাণগুলি ভেঙে দেওয়া হয়েছে সে গুলিতে কেউ ছোট দোকান, সবজি, ফলের দোকান, হোটেল করে আসছিল বিভিন্ন মানুষ।

এইসব দোকানগুলি থেকে অনেকেই নিজেদের রুজি রুটির জায়গা করে ছিলেন দীর্ঘ কয়েক বছর ধরে। কিন্তু এইসব নির্মাণ সবই ছিল অবৈধ। তবে শেষ পর্যন্ত রেল প্রশাসন বিনা অনুমতিতে শহরের বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা বিভিন্ন ধরনের অস্থায়ী নির্মাণ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো একে একে শহরের বিভিন্ন প্রান্তে চলছে উচ্ছেদ অভিযান। তবে যারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে অস্থায়ীভাবে বিভিন্ন ব্যবসা করে রুজিরুটির জায়গা করে নিয়েছিলেন তারা রীতিমতো ক্ষুব্ধ ও নতুন করে বিপাকেও পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *