RANIGANJ-JAMURIA

মহিলা সুরক্ষায় সচেতনতা পুলিশ প্রশাসনের

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আরজিকর কান্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেই ঘটনার আর যাতে কোন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়কে নজরে রেখে এবার রাজ্য জুড়ে সর্বত্রই চলছে নানান কর্মকাণ্ড, আর সেই কর্মকাণ্ডে বড়সড় ভুমিকা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। আর সেই সকলের অঙ্গ হিসেবে, এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সবকটি থানা গুলিতে, মহিলাদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে, তাদের সুবিধে অসুবিধের বিষয়গুলি জেনে নেওয়ার জন্য, উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেখা হচ্ছে মহিলাদের কর্মক্ষেত্র ও তাদের উপস্থিতির হার, যে সকল অংশে বেশি রয়েছে, সে সকল সব এলাকায় পৌঁছে, তাদের সুবিধে অসুবিধা গুলি জেনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আর এই বিষয়গুলিকে নজর রেখে, এবার রানীগঞ্জ থানার পুলিশ, মঙ্গলবার রানিগঞ্জ সার্কেলের সার্কেল ইন্সপেক্টর সুশান্ত কুমার চট্টোপাধ্যায়, বল্লভপুর ফাঁড়ির বড়বাবু সৌমেন ব্যানার্জীর নেতৃত্বে, পুলিশ প্রশাসনের একটি বিশেষ দল ঘুরে দেখে, মহিলাদের আধিক্য থাকা এলাকা গুলি। এখানে তারা মহিলাদের নিরাপত্তার বিষয়গুলি সুনিশ্চিত করার লক্ষ্যে, কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে সকল বিষয়গুলি খতিয়ে দেখেন। এদিন তারা এগারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওল্ড এগারা হাই স্কুলে পৌঁছ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে মহিলা পুলিশ আধিকারিকদের সঙ্গে করে তাদের সুবিধে অসুবিধের বিষয়গুলি জেনে নেন।

একসাথে শিক্ষিকাদের সাথেও কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শুনে, তাদের কোনরূপ কোন অসুবিধে রয়েছে কিনা, সে সকল বিষয় গুলি খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। একইসঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য বিশেষ কিছু নাম্বার ও প্রদান করা হয়। এই সকল বিষয়গুলি এদিন ছাত্রী ও শিক্ষিকারা জানতে পেরে পুলিশ প্রশাসনের এই উদ্যোগে অনেকটাই আশ্বস্ত হন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *