আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয় ডিজিটাল লাইব্রেরি, উদ্বোধনে সাংসদ ও মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে শনিবার এক অনুষ্ঠানে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক একটি ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন। এই লাইব্রেরী তৈরি করতে সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা খরচ করা হয়েছে।
এই লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ শত্রুঘ্ন সিনহা ও মন্ত্রী মলয় ঘটক, পাণ্ডবেশ্বর বিধায়ক ও পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ চন্দন কোনার, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , বোরো চেয়ারম্যান উৎপল সিনহা, বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, পড়ুয়া ও কর্মীরা উপস্থিত ছিলেন।