আসানসোল বাজারে জেলা কনজিউমার এ্যাফেয়ার্স দপ্তরের সচেতনতা মুলক অভিযান, সতর্ক করা হলো বেশকিছু ব্যবসায়ীকে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলার কনজিউমার এ্যাফেয়ার্স দপ্তর বা উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে শুক্রবার আসানসোল বাজারে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। এই বিষয়ে সাংবাদিকদের উপভোক্তা বিষয়ক দপ্তরের উপভোক্তা কল্যাণ আধিকারিক সুব্রত ঘোষ বলেন, উপভোক্তা বিষয়ক বিভাগের একটি কাউন্সিল আছে। যা ডিস্ট্রিক্ট কনজিউমার প্রটেকশন কাউন্সিল বা জেলা উপভোক্তা সুরক্ষা পরিষদ নামে পরিচিত। পদাধিকারবলে এই কাউন্সিলের চেয়ারম্যান হলেন জেলার জেলাশাসক। তাঁর নির্দেশে এদিন এই অভিযান আসানসোল বাজারে চালানো হয়। ওই অভিযানে উপভোক্তা বিষয়ক দপ্তর, খাদ্য সুরক্ষা মেট্রোলজিকাল দপ্তর ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবির আধিকারিকরা উপস্থিত ছিলেন।


তিনি আরো বলেন, এই অভিযানে আসানসোল বাজারের দোকানদারদের সচেতন করা হয়। ক্রেতাদেরও সচেতন করা হয়। পাশাপাশি খাবারের দোকান পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য বলা হয়েছে। দোকানদার ও গ্রাহকদের যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় সে বিষয়েও সচেতন করা হয়। যাতে দোকানদারেরা স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করেন তাও বলা হয়েছে। তিনি আরো বলেন, এদিনের অভিযানে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সব দোকানদাররা নিয়ম মেনে ব্যবসা করছেন না। যো কারণে কিছু দোকানদারকে সতর্ক করে বলা হয়েছে যে তারা ভবিষ্যতে তাদের ভুল সংশোধন করে নেন। তা না হলে, আগামী দিনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, এই ধরনের অভিযান আসানসোল শিল্পাঞ্চলের অন্য বাজারেও চালাবে জেলা কনজিউমার এ্যাফেয়ার্স দপ্তর।