আসানসোল স্টেশনের আদলে গণেশ পুজোয় মন্ডপ তৈরি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের গণেশ পুজোয় এবার থিম ভাবনা। আসানসোল স্টেশনের আদলে আসানসোলের ট্র্যাফিক কলোনি টাইগার ক্লাবের গণেশ পূজোর মন্ডপ তৈরি করা হয়েছে। এবার টাইগার ক্লাবের গণেশ পূজো ২২ তম বছরের। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম চেতানন্দ সিং সস্ত্রীক শনিবার সকালে এক অনুষ্ঠানে এই গণেশ পূজার উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে রেলের অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের তরফে এদিন নিখিল সিং বলেন, আসানসোল রেলওয়ে স্টেশনের আদলে গণেশ পূজোর মন্ডপ তৈরি করা হয়েছে। যাতে আসানসোলের মানুষ এই শহরের ইতিহাস জানতে পারেন, সেই কারণে আসানসোলের রেল স্টেশনের আদলে মন্ডপ তৈরির এই ভাবনা। এছাড়াও মডেলের মাধ্যমে স্বাধীনতার বিভিন্ন বিষয় ও স্বাধীনতা সংগ্রামীদের ইতিতাস তুলে ধরা হয়েছে। তিনি আরো বলেন, গণেশ পুজো উপলক্ষে ক্লাবের তরফে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।