কুলটি থানার বড় সাফল্য আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ বেআইনী আগ্নেয়াস্ত্র চোরাচালান চক্রের পর্দ ফাঁস করার ক্ষেত্রে বড়সড় সাফল্য পেলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশ। শনিবার রাতে সালানপুর থানা এলাকায় থানা দিয়ে কুলটি থানার পুলিশ গ্রেফতার করলো এই চক্রের তিনজনকে। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কুলটি থানার পুলিশ।
ধৃতদের নাম হলো ঝাড়খণ্ডের নিরসা থানার মদনপুরের শেখ রফাই, আসানসোল দক্ষিণ থানার মেনধেমো কোলিয়ারির প্রকাশ ভুঁইয়া ও কুলটি থানার কেন্দুয়াবাজারের গোপাল কেশরি। ধৃতদের বিরুদ্ধে কুলটি থানার পুলিশ অস্ত্র আইনের ২৫(১বি) (এ) ধারায় মামলা করা হয়েছে। রবিবার ধৃতদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে কুলটি থানার পুলিশ আসানসোল আদালতে পেশ করে। বিচারক সেই আবেদনের ভিত্তিতে তাদের জামিন নাকচ করে ৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।
প্রসঙ্গতঃ, গত ৫ সেপ্টেম্বর দূর্গাপুরের কোকওভেন থানার পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র ও জাল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার একটা চক্রের হদিশ পায়। গ্রেফতার করা হয়েছিলো ৪ জনকে। তাদেরকে সাতদিনের রিমান্ডে নিয়েছে কোকওভেন থানার পুলিশ। চারজনের মধ্যে এই চক্রের মাস্টার মাইন্ড হলো বিহারের বাসিন্দা। তার এক সহযোগী বিহারের বাসিন্দা হলেও, বর্তমানে সে কুলটি থানা এলাকার থাকে।
তার সূত্র ধরেই শনিবার রাতে তিনজনকে গ্রেফতার করে কুলটি থানার পুলিশ। এই তিনজন বেসরকারি কারখানায় চাকরি করে বলে পুলিশ জানতে পেরেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঐ চক্রের সঙ্গে এই তিনজনের যোগাযোগ রয়েছে।
পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদেরকে জেরা করে জানার চেষ্টা করা হবে, এদের ভূমিকা ঠিক কতটা আছে।