দুই ব্যাবসায়ীর বাড়িতে ব্যাপক তল্লাশি পুলিশের, আগ্নেয়াস্ত্র উদ্ধার !
বেঙ্গল মিরর, কাজল মিত্র:-আসানসোলের সালানপুর থানা এলাকায় পুলিশের অভিযানে আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশের একটি বড় দল দুটি বাড়িতে হানা দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরে এক কোটি টাকার ছিনতাইয়ের সঙ্গে এই কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।সালানপুর থানার পিঠাকেয়ারি এলাকায় ব্যবসায়ী পৃথ্বীরাজ জসওয়ালের বাড়িতে এবং রূপনারায়ণপুরের হঠাৎ কলোনিতে ব্যবসায়ী অজয় দাসের বাড়িতে ব্যাপক পুলিশি অভিযান চালানো হয়।এদিন এই দুই ব্যবসায়ীর বাড়িতে যৌথ ভাবে অভিযান চালায় দুর্গাপুর থানার পুলিশ, সালানপুর থানা ও রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ।
উল্লেখ্য, দুর্গাপুরে মহাসড়কের রেলওয়ে ঠিকাদারের কাছ থেকে এক কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই টাকা এখনো উদ্ধার হয়নি বলে সূত্রের খবর ।তবে সূত্রের খবর অনুযায়ী ওই ছিনতাই এর ঘটনায় জড়িত রয়েছে বলে খবর এই দুই ব্যবসায়ী। জানাযায় পুলিশ বেশ নথিপত্র বাজেয়াপ্ত করেন।পাশাপাশি দুটি বাড়ি সিল করে পুলিশ।তাছাড়া খবর সূত্রে জানা যায় পৃথিবী রাজ জয়সওয়ালের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এবং তার স্ত্রী কে আটক করা হয়।