আসানসোল দক্ষিণ থানা অদূরে মোবাইলের দোকানে শাটার ভেঙে চুরি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : পুলিশের কাছে খোলা চ্যালেঞ্জে অপরাধীদের। আসানসোল দক্ষিণ থানা থেকে কয়েকশো মিটার দূরে জিটি রোডের রাহা লেনের ব্যানার্জি ভবনে একটি মোবাইল দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো । বৃহস্পতিবার সকালে আশপাশের দোকানদাররা ঐ দোকানের শাটার ভাঙা দেখে দোকান মালিককে জানান। বুধবার রাতে কোন এক সময় এই চুরির ঘটনাটি ঘটেছে।
শাটার ভাঙ্গার খবর পেয়ে দোকানের মালিক ও কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছান। তারাও দোকানের শাটার ভেঙ্গে চুরির ঘটনা দেখতে পান। ঘটনার খবর আসানসোল দক্ষিণ থানার পুলিশকে দেওয়া হয়। সেই খবর পেয়ে পুলিশ এলাকার পৌঁছায়। জানা গেছে, দোকান থেকে দামী মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে। অভিযোগ পেয়ে পুলিশ মামলার তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।




এ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। দোকান মালিক জানান, বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। বুধবার রাতে আমি অন্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। এদিন সকালে চুরির ঘটনার কথা আমাকে জানান দোকানিরা। খবর পেয়ে আমি আসি। অন্যান্য ব্যবসায়ীরাও আসেন। পুজোর আগে দোকানের শাটার ভেঙ্গে এ ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
- ইস্কো আধুনিকীকরণের কাজে স্থানীয় যুবকদের নিয়োগের দাবিপত্র দেওয়া হলো কেন্দ্রীয় স্টিল মন্ত্রীকে
- গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
- ২১ শে জুলাই ধর্মতলা চলো”র সমর্থনে আসানসোলে তৃনমুল কংগ্রেসের মিছিল, প্রাথমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা
- দুর্গাপুরে মার্কোনি দক্ষিণপল্লীর দূর্গা পূজার ও বেঙ্গল অম্বুজার দুর্গাপুজো ” উর্বশী ” র খুঁটিপুজো
- रेलपार में रक्तदान शिविर, मंत्री ने बढ़ाया उत्साह