জবরদখল ভেঙে ফেললো ডিএসপি কর্তৃপক্ষ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর:- দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের রামকৃষ্ণ এভিনিউতে দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) জমি দখল করে অবৈধ নির্মাণ বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ ভেঙে দেন। এদিন ঘটনাস্থলে ডিএসপি’র আধিকার ও সিআইএসএফ বাহীনি এসে অবৈধভাবে গড়ে তোলা কংক্রিটের পাঁচিল সহ বেশ কিছু নির্মাণ চিহ্নিত করেন। সেগুলি জেসিবি মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়।পাশাপাশি বেশ কয়েকটি অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
ডিএসপি’র জমি দখল করে অবৈধ নির্মাণকারীরা ডিএসপি’র আধিকারিকদের বাঁধা দিতে আসলে বচসা শুরু হয়। ডিএসপি কর্তৃপক্ষ কোনও কথা না শুনেই অবৈধ নির্মাণ ভেঙে দেন।
ঘটনাস্থলে উপস্থিত ডিএসপি’র একজন আধিকারিক জানান, এই এলাকায় বসবাসকারীরা আমাদের জমি দখল দখল হয়ে গিয়েছিলো।তাঁদের আমরা অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলাম। তাতে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিলো। সময় অতিক্রম করে যাওয়ায় আমরা ভেঙে দিয়েছি।