রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দোকানদারদের
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- আসানসোলের সালানপুর ব্লকে পি.ডাবলু.ডির ফান্ড থেকে প্রায় তিন কোটি টাকা খরচ করে সিদাবাড়ি থেকে আল্লাডি মোড় পর্যন্ত রাস্তার পেপার ব্রিক্স দিয়ে নির্মাণ করা হচ্ছে।কিন্তু এবার সেই রাস্তার কাজ আল্লাডিতে বন্ধ করলো স্থানীয়রা।তাদের অভিযোগ পুরানো রাস্তার থেকে প্রায় ২ফুট উঁচু করে রাস্তার নির্মাণ করার ফলে বর্ষার বৃষ্টি রাস্তা দিয়ে বাড়িতে দোকানে প্রবেশ করছে,যার ফলে সমস্যায় পড়েছে স্থানীয় দোকানদার থেকে শুরু করে গ্রামের মানুষজনেরা।তারা জানান টানা কয়েক দিন বৃষ্টি পড়ার ফলে রাস্তার জল গিয়ে প্রবেশ করছে তাদের বাড়ি ও দোকানে।
তারা ঠিকাদারকে অনেক বার অনুরোধ করেছেন যেনো ২ফুট গর্ত খুঁড়ে রাস্তায় পেপার ব্রিক্স বসানো হয়।তবে ঠিকাদার তাদের অসুবিধার কথা না শুনে নিজের মত করে কাজ করে যাচ্ছে।যার ফলে শুক্রবার দিন রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।তারা দাবি জানায় অবিলম্বে ২ফুট গর্ত খুঁড়ে রাস্তার নির্মাণ করা হোক।না হলে তাদের আন্দোলন চলবে।তবে ঠিকাদার সংস্থার সুপারভাইজার জানান তাদের রাস্তার পাশেই নর্দমা নির্মাণ করার কাজও রয়েছে। তাই এখন সামান্য অসুবিধা হলেও ভবিষ্যতে তাদেরই সুবিধা হবে।